শেখ রাজীব হাসান,গাজীপুর
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) কে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করায় ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবের উদ্যেগে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। গতকাল ১লা সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭ঘটিকার সময় টঙ্গী প্রেসক্লাবের হলরুমে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) ইলতুৎ মিস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহদাত হোসেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হাসান মামুন, রেজাউল কবির রাজীব, শেখ সহিদুল ইসলাম, গোলাম সবুর, শাহাজাহান শোভন, জাহাঙ্গীর আকন্দ, শেখ রাজীব হাসান, আল-আমিন হোসেন, বশির আলম মাল, মাহাবুব জিলানী, দুর্জয় রায়হান, টিটন কুমার ঘোষ, আনু হাসান, সুজন সারোয়ার, মোঃ মোস্তফা, আব্দুল আলীম, আব্দুল কাদেরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহীনীর সদস্যরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার হিসেবে যোগদানের পর থেকে মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে জঙ্গি দমন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধসহ আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রেখেছেন। কর্মদক্ষতায় পূর্বেই তিনি কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশের সম্মানসূচক পুরস্কার পিপিএম ও বিপিএম পদক লাভ করেন। এমন দক্ষ ও নিষ্ঠাবান কমিশনারের হঠাৎ করে বদলি হওয়া কোন ভাবেই মেনে নিতে পারছেনা গাজিপুরের সচেতন মহল। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার) কর্মদক্ষতার মাধ্যমে গাজীপুর মহানগরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।